এখন অ্যাডসেন্সে আয় করুন বাংলা ওয়েবসাইটে

এখন অ্যাডসেন্সে আয় করুন বাংলা ওয়েবসাইটে

 

৪১তম ভাষা হিসেবে জনপ্রিয় সার্চ ইঞ্জিন

গুগলের অ্যাড নেটওয়ার্ক 'গুগল অ্যাডসেন্স'- যুক্ত হয়েছে 'বাংলা ভাষা' এর ফলে এখন আর বাংলা বিষয়বস্তু (কনটেন্ট) নির্ভর ওয়েবসাইটে বিজ্ঞাপন প্রকাশ এবং তা থেকে আয় করতে আর ইংরেজি ভাষার ওপর নির্ভরশীল হতে হবে না লিখেছেন ইমদাদুল

গুগল অ্যাডসেন্স কী?


গুগল অ্যাডসেন্স বিশ্বের বৃহত্তম একটি অনলাইন অ্যাডভার্টাইজিং নেটওয়ার্ক অত্যন্ত কার্যকর এই নেটওয়ার্কের মাধ্যমে বিশ্বের বড় বড় ওয়েব প্রকাশক, ্ব্নগার ওয়েবমাস্টাররা তাদের ্ব্নগ/ওয়েবসাইট মনিটাইজ করে টাকা আয় করে থাকেন বিষয়ে জিডিজি ঢাকার উপদেষ্টা আরেফ নিজামী বলেন, মূলত অ্যাডসেন্স হলো গুগলের লভ্যাংশ-অংশীদারী বিজ্ঞাপন প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে একটি ওয়েবসাইটের মালিক কিছু শর্তসাপেক্ষে তার সাইটে গুগল নির্ধারিত বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারেন বর্তমানে বিশ্বের প্রায় দেড় কোটি ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্স ব্যবহার করা হচ্ছে ২০০৩ সালে চালু হওয়া 'গুগল অ্যাডসেন্স'-এর শুরু থেকেই বিজ্ঞাপন সুবিধা থেকে বঞ্চিত ছিল বাংলা ভাষার ওয়েবসাইটগুলো ২০১৫ সালেই প্রতিষ্ঠানটি গুগল অ্যাডসেন্স প্রকাশকদের প্রায় ১০ বিলিয়ন ডলার পেমেন্ট দিয়েছে এই অঙ্কটা ক্রমবর্ধমান হারে বেড়ে চলেছে ফলে আগামীতে এই অ্যাডসেন্স চালুর ফলে অনেক লাভবান হবে বাংলাদেশ তিনি আরও বলেন, 'বাংলা অ্যাডসেন্স চালু আমাদের দীর্ঘদিনের দাবি ছিল এবার সেই দাবি পূরণ হলো আমরা যারা গুগলে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করি তাদের আরও কিছু দাবি ছিল এর মধ্যে ইউটিউবে মার্চেন্ট অ্যাকাউন্ট খোলাটাও শিগগরিই বাংলাদেশের জন্য উন্মুক্ত হবে বলে আমরা আশা করছি
গুগল অ্যাডসেন্স ইন্টারনেট দুনিয়াতে বিজ্ঞাপন প্রচারের অনলাইন আয়ের এক অতি সুপরিচিত নাম অনলাইনে আয় করতে ইচ্ছুক এমন ব্যাক্তিদের মধ্যে গুগল অ্যাডসেন্স সম্পর্কে জানেন না এমন কেউ নাই বললেই চলে বাংলাদেশের অনলাইনে আয় করেন এমন ৮০ ভাগ মানুষ গুগল অ্যাডসেন্স হতেই আয় করছেন গুগল অ্যাডসেন্স হতে আয় করার খুব প্রচলিত মাধ্যম হল আপনার ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্স এর বিজ্ঞাপন দেয়ার অনুমতি দেয়া যার বিনিময়ে আপনি ডলারে পেমেন্ট পাবেন পেমেন্ট প্রতি ক্লিক বা ইম্প্রেশনের বিপরিতে আসে, যা অনলাইন মানি ট্রান্সফার মিডিয়ামের মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্ট হতেই আপনি সহজেই উত্তোলন করতে পারবেন
তবে মজার কথা হল যেখানে বাংলা ভাষাভাষীদের জন্য এতদিন গুগল অ্যাডসেন্সে কোন কোটাই ছিল না অতি সম্প্রতি গুগল অ্যাডসেন্স তা প্রত্যাহার করেছে। অর্থাৎ এখন থেকে বাংলাতে লেখা কোন ওয়েবসাইট হলেও আপনি গুগল অ্যাডসেন্সে মানিটাইজ করাতে অনুমোদন পাবেন
কেননা গুগল মনে করে বাংলা ভাষাভাষীদের সংখ্যা এই ভাষায় লেখা কন্টেন্টের জনপ্রিয়তা যেমন বাড়ছে তেমনি বিজ্ঞাপনদাতা গোষ্ঠী বাংলা কনটেন্ট এর ওয়েবসাইটে অ্যাড দেয়ার সুবিধা পেতে আগ্রহ প্রকাশ করছে। তাই গুগল অ্যাডসেন্স তার ল্যাঙ্গুয়েজ সাপোর্ট তালিকায় বাংলা ভাষা যুক্ত করে অনলাইন ফ্রিল্যান্সিং জগতে বাংলা ভাষাভাষীদের জন্য এক নতুন দ্বার উন্মোচন করেছে
সুতরাং আপনার যদি কোন বাংলা কনটেন্ট লেখা ওয়েবসাইট থেকে থাকে তবে নিশ্চিন্তে গুগল অ্যাডসেন্সে এপ্রোভ করাতে দিয়ে দিতে পারেন বাংলা কনটেন্ট মানিটাইজ করার যে বিষয়গুলো আপনাকে জানতে হবে,
  1. গুগল অ্যাডসেন্স প্রোগ্রাম পলিসি সম্পর্কে জেনে নিন, অর্থাৎ তাদের নিয়ম কানুন বিশদ আকারে কেমন হবে,
  2. এবার আপনার সব কিছু গুগল অ্যাডসেন্সের নিয়মের সাথে মিলে গেলে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য সাইনআপ করুন,
  3. নিয়মানুযায়ী অ্যাডসেন্স কোড অ্যাড করে নিনযাতে আপনার সাইটে গুগল অ্যাডসেন্স বিজ্ঞাপন দেয়া করতে পারে
তবে বেশকিছু জরুরি বিষয়ের সাথে আরেকটি বিষয় চলে আসে কন্টেন্টের মান। বাংলা কনটেন্ট যেহেতু হবে তা যেমন তেমন হলে সেটা আমাদের জন্যই আশাব্যঞ্জক হবে না। কেননা কনটেন্টের মান অনেক বড় একটি বিষয়। যদি গুগল মনে করে বাংলা লেখা কন্টেন্টের মান আশানুরূপ নয় তবে যেকোন সময় হয়ত বা এই সুযোগ বন্ধ করে দিতে পারে। তাই আমাদের নিজেদের ভবিষ্যতের জন্যই আশা করি আমরা মানসম্মত শিক্ষণীয় কনটেন্ট সৃষ্টির প্রতি যত্নশীল হব



No comments

Powered by Blogger.