সর্বকালের সেরা কিংবদন্তী ফুটবলার লিওনেল মেসির কিছু অজানা তথ্য?

সর্বকালের সেরা কিংবদন্তী ফুটবলার লিওনেল মেসির কিছু অজানা তথ্য?


১/ লিওনেল মেসির বার্ষিক ইনকাম 840 লক্ষ ইউরো।
২/ লিওনেল মেসি তার ইনকামের 80% ইউনিসেফ কে দান করে।
৩/ চ্যারিটেবল ট্রাস্ট ইউনেস্কোর 47% আয় আসে লিওনেল মেসির দান থেকে।
৪/ সারা বিশ্বের 189 টি দেশের 8643 টি স্কুল তৈরিকারী ব্যক্তি হচ্ছে মেসি।
৫/ বিশ্বের 67 টি দেশের নাগরিকত্ব আছে মেসির।
৬/ লিওনেল মেসি বছরে 40 মিলিয়ন শিশুদের স্কুলের ব্যায়ভার বহন করেন।
৭/ লিওনেল মেসি বার্সেলোনা থেকে মিলিয়ন মিলিয়ন ইউরো নেয় তাইনা?
এই অর্থের বড় একটি অংশ দান করেন বার্সার ঐ যুব প্রকল্প লা মাসিয়াতে,যেখানে লিওনেল মেসি নিজেই বড় হয়েছেন।
৮/ লিওনেল মেসির চ্যারিটেবল ট্রাস্ট লিওনেল মেসি ফাউন্ডেশন বছরে 10 মিলিয়ন ইউরো শিশুদের আর্থিক এবং সামাজিক সমস্যার সমাধান করে থাকে।
৯/ লিওনেল মেসি কর ফাঁকির মামলায় পাওয়া 65 হাজার ইউরো গরিব শিশুদের মাঝে দান করেন
১০/ লিওনেল মেসি বিশ্বকাপের রানার্স আপে পাওয়া পুরো টাকা আর্জেন্টিনার একটি হাসপাতালে দান করে দিয়েছিলেন।
১১/ ঈজরাইল যখন ফিলিস্তিনিদের উপরে হামলা করেছিল, তখন লিওনেল মেসি বলেছিলেন - আমি ঘৃণা করি ঐ সমস্ত ব্যক্তিদেরকে যারা শিশুদের উপরে আঘাত করে, এবং পরে নিজেই ফিলিস্তিনে গিয়ে সেই শিশুদের মাঝে দান করেছিলেন 10 মিলিয়ন ইউরো।
১২/ যুদ্ধ_বিদ্বস্ত সিরিয়ার শিশুদের পাশে দাড়িয়ে লিওনেল মেসি ১৬০০ শিশুর শিক্ষার দায়িত্ব নেন। এরপর মেসি ২০টি শিক্ষা প্রতিষ্ঠান এদের জন্য তৈরি করে দেন।
১৩/ ফোর্বেস এর তালিকায় লিওনেল মেসি বিশ্বের সেরা ৫০ জন ডোনারদের মধ্যে একজন।

No comments

Powered by Blogger.